Poush Toder Dak Diyeche Lyrics (পৌষ তোদের ডাক দিয়েছে) - Rabindra Sangeet
Song- poush toder dak diyeche
Lyrics-Rabindranath Tagore
singer-Indrani Sen
Poush Toder Dak Diyeche Lyrics In Bengali :Rabindranath Tagore
পৌষ তোদের ডাক দিয়েছে,
আয় রে চলে, আয় আয় আয় (x2)
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে,
মরি হায় হায় হায়,
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে,
মরি হায় হায় হায়।
পৌষ তোদের ডাক দিয়েছে,
আয় রে চলে, আয় আয় আয়।
হাওয়ার নেশায় উঠল মেতে
দিগ্বধূরা ধানের ক্ষেতে (x2)
রোদের সোনা ছড়িয়ে পড়ে,
রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে
মরি হায় হায় হায়।
পৌষ তোদের ডাক দিয়েছে,
আয় রে চলে, আয় আয় আয়।
মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল,
মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল।
ঘরেতে আজ কে রবে গো ?
খোলো খোলো দুয়ার খোলো,
খোলো খোলো দুয়ার খোলো।
আলোর হাসি উঠল জেগে
ধানের শিষে শিশির লেগে (x2)
ধরার খুশি ধরে না গো,
ধরার খুশি ধরে না গো, ওই-যে উথলে,
মরি হায় হায় হায়।
পৌষ তোদের ডাক দিয়েছে,
আয় রে চলে, আয় আয় আয়।
