Hey Gobindo (হে গোবিন্দ) |Kazi Nazrul Islam | Bhakti Geeti ।। Free Downlode।।MP3।।MP4

Songs Lyrics
0
Hey Gobindo (হে গোবিন্দ) |Kazi Nazrul Islam | Bhakti Geeti


Song Credits:
LYRICS & COMPOSITION : KAZI NAZRUL ISLAM
Singer and Music Producer
: Sayani Palit
Keys: Deborshee Mukherjee
Tabla: Subhas Paul
Flute: Roshan Putwar
Mixing and Mastering: Nilanjan Ghosh


                                              
                                              

হে গোবিন্দ রাখো চরণে লিরিক্স - কাজী নজরুল ইসলাম 

হে গোবিন্দ রাখো চরণে
হে গোবিন্দ রাখো চরণে

মোরা তব চরণে শরণাগত
তব চরণে শরণাগত
আশ্রয় দাও আশ্রিত জনে
হে গোবিন্দ রাখো চরণে

গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে
কেন দুঃখ পাই সে চরণ চেয়ে
গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে
কেন দুঃখ পাই সে চরণ চেয়ে

এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রীহরি
চাহ করুণা সিক্ত নয়নে
রাখ চরণে
হে গোবিন্দ রাখো চরণে

ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়
তোমার দুয়ারে হাত পাতিল যে
ফিরাবে কি ফিরাবে কি তুমি তায়
ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়
তোমার দুয়ারে হাত পাতিল যে
ফিরাবে কি ফিরাবে কি তুমি তায়
তব চরণে ধরিয়া ডুবে মরি যদি
রবে কলংক ধ্রুবনীল
রাখ চরণে
হে গোবিন্দ রাখো চরণে


মোরা তব চরণে শরণাগত
তব চরণে শরণাগত
আশ্রয় দাও আশ্রিত জনে
হে গোবিন্দ রাখো চরণে
হে গোবিন্দ রাখো চরণে


Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !