Shukno Patar Nupur | Usha Uthup | Kazi Nazrul Islam
Song:
Shukno Patar Nupur
Album:
Dur Dwipabasini
Singer:
Usha Uthup
Music:
Kazi Nazrul Islam
Lyrics:
Kazi Nazrul Islam
Label: MAYUR CASSETTES (Gathani)
শুকনো পাতার নূপুর পায়ে (বাংলা লিরিক্স) - Nazrul Geeti
শুকনো পাতার নূপুর পায়ে,
নাচিছে ঘুর্ণি বায়..
জল তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়..
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়। (x2)
দীঘিরও বুকে শতদল দলি,
ঝরায়ে বকুল চাঁপার কলি (x2)
চঞ্চল ঝর্ণার জল ছল ছলি
মাঠের পথে সে ধায়..
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়,
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।
শুকনো পাতার নূপুর পায়ে,
নাচিছে ঘুর্ণি বায়..
জল তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়..
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।
বন-ফুল আভরণ খুলিয়া ফেলিয়া,
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া (x2)
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি-ধূসর কায়..
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়,
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।
শুকনো পাতার নুপূর পায়ে,
নাচিছে ঘুর্ণি বায়..
জল তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়..
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।
ইরানি বালিকা যেন মরু-চারিণী
পল্লীরও-প্রান্তর বনমনোহারিণী (x2)
ছুটে আসে সহসা গৈরিক বরণী
বালুকার উড়্নি গায়..
জল তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়..
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।
শুকনো পাতার নুপুর পায়ে,
নাচিছে ঘুর্ণি বায়..
জল তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়..
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।
Shukno Patar Nupur Paye Lyrics-Nazrul Geeti
Shukno Patar Nupur Paye
Nachiche Ghurni Baye
Jol Toronge Jhilmil Jhilmil
Dheu Tule Shey Jay
Dighiro Buke Shotodol Doley
Joraye Bokul Chapar Toli
Choncholo Jhornar Jolochol Choli
Mather pothey shey gaaye
Jol Toronge Jhilmil Jhilmil
Dheu Tule Shey Jay (2)
Bonofuler Aboron, Khuliya Feliya
Alu Thalu Elo Kesh Gogoney Meliya
Pagolini Neche Jaye, Heliya Duliya
Dhuli Dhushoro Payee
Jol Toronge Jhilmil Jhilmil
Dheu Tule Shey Jay
Irani Balika Jeno Moru Charini
Pollir Prantor, Bono Mon Horini,
Chutey Ashe Shohosha Boirik Boroni
Balukruni Gaaye
Jol Toronge Jhilmil Jhilmil
Dheu Tule Shey Jay (2)
Shukno Patar Nupur Paye
Nachiche Ghurni Baye
Jol Toronge Jhilmil Jhilmil
Dheu Tule Shey Jay
