Momer Putul | Usha Uthup | Dur Dwipabasini Full
Audio Songs | Kazi Nazrul Islam
Song: Momer Putul
Album: Dur Dwipabasini
Singer: Usha Uthup
Music: Kazi Nazrul Islam
Lyrics: Kazi Nazrul Islam
Label: MAYUR CASSETTES (Gathani
মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়
বিহবল চঞ্চল পায়
বিহবল চঞ্চল পায়
খর্জুর বীথির ধারে
সাহারা মরুর পারে
বাজায় ঘুঙুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে
বাজায় ঘুঙুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে
উড়িয়ে ওড়না লু হাওয়ায়
পরী নটিনী নেচে যায়
উড়িয়ে ওড়না লু হাওয়ায়
পরী নটিনী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর
দুলে দুলে দূরে সুদূর
সুরমা পরা আঁখি হানে আসমানে
জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে
সুরমা পরা আঁখি হানে আসমানে
জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে
ঢেউ তুলে নীল দরিয়ায়
দিলদরদী নেচে যায়
ঢেউ তুলে নীল দরিয়ায়
দিলদরদী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর
দুলে দুলে দূরে সুদূর
মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়
বিহবল চঞ্চল পায়
বিহবল চঞ্চল পায়
খর্জুর বীথির ধারে
সাহারা মরুর পারে
বাজায় ঘুঙুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে
বাজায় ঘুঙুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে
উড়িয়ে ওড়না লু হাওয়ায়
পরী নটিনী নেচে যায়
উড়িয়ে ওড়না লু হাওয়ায়
পরী নটিনী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর
দুলে দুলে দূরে সুদূর
