Amar matha nato kore dao he tomar charone ।আমার মাথা নত করে দাও হে তোমার চরণে। রবীন্দ্রনাথ ঠাকুর ।গীতাঞ্জলী
লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
তাল- তেওড়া
পর্যায়- পূজা
আমার মাথা নত করে দাও হে তোমার চরণে লিরিক্স বাংলা
আমার মাথা নত করে দাও হে তোমার চর।
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।।
নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলই করি অপমান,
আপনারে শুধু ঘেরিয়া ঘুরে মরি পলে পলে।।
আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে,
তোমারি ইচ্ছা করো হে পূর্ণ তোমার জীবন মাঝে।
যাচি হে তোমার চরণশান্তি পরাণে তোমার পরশ কান্তি__
আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়পদ্মদলে।।
