Jokhon Porbe Na Mor Lyrics (যখন পড়বে না মোর) – Rabindra Sangeet
Song Credit:
Song: Jakhon Porbe Naa Mor
Film Title: Aalo
Artist: Arundhati Holme Chowdhury
Music Director: Rabindranath Tagore
Lyricist: Rabindranath Tagore
Filmstar: Kunal Mitra/Rituparna Sengupta/Abhishek Chatterjee
Director: Tarun Majumder
Jokhon Porbe Na Mor Lyrics In Bengali :
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না
আমি বাইব না মোর খেয়ারতরী এই ঘাটে,
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো,
মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে ।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে
নাই বা আমায় ডাকলে ।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়
ফুলের বাগান,
ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়
তখন আমায় নাই বা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে ।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।
তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে,
কাটবে দিন কাটবে,
কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,
এমনি করে বাজবে বাঁশি এই নাটে
ঘাটে ঘাটে খেয়ার তরী
এমনি, এমনি সে দিন উঠবে ভরি-
চরবে গোরু খেলবে রাখাল ঐ মাঠে ।
তখন আমায় নাই বা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি
সকল খেলায়,
সকল খেলায় করব খেলা এই আমি – আহা,
কে বলে গো সেই প্রভাতে নেই আমি ।
নতুন নামে ডাকবে মোরে বাঁধবে,
বাঁধবে নতুন বাহু-ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি ।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে
নাই বা আমায় ডাকলে ।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।
