Ebar tor mora gange ban eseche ।। এবার তোর মরা গাঙে বান এসেছে।। রবীন্দ্র সঙ্গীত

Songs Lyrics
0

 Ebar tor mora gange ban eseche ।। এবার তোর মরা গাঙে বান এসেছে।। রবীন্দ্র সঙ্গীত 


লিরিক্স-রবীন্দ্রনাথ ঠাকুর
তাল- কাহারবা 
পর্য্যায়-স্বদেশ
রাগ-সারি  


এবার তোর মরা গাঙে বান এসেছে।। রবীন্দ্র সঙ্গীত 

এবার তোর মরা গাঙে বান এসেছে,'জয় মা বলে' ভাসা তরী।।

ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি,প্রাণপণে ভাই,ডাক দে আজি__
তোরা সবাই মিলে বৈঠা নে রে, খুলে ফেল সব দড়া দড়ি।।

দিনে দিনে বাড়ল দেনা, ও ভাই, করলি নে কেউ বেচা কেনা__
হাতে নাই রে কড়া কড়ি।
ঘাটে বাঁধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে__
ওরে, দে খুলে দে, পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি।। 


Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !